প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৬:০৮

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

অনলাইন ডেস্ক
 আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

তিন আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনার (ইসি)।

আজ সোমবার বিকেলে ইসির এটিআই ভবনে এই বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে অন্য কমিশনারা ছাড়াও নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর উপস্থিত রয়েছেন।

এই আসনে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন আর বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম।

ঢাকা-১০ ছাড়াও গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন আগামী ২১ মার্চ। ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসন শূন্য হয়।

দুইদিন পর ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ১০ জানুয়ারি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন মারা যান। ফলে এই আসন শূন্য হয়।

উপরে