প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৬:২৫

৩ মাস ভিসার মেয়াদ বাড়াতে পারবেন বিদেশিরা

অনলাইন ডেস্ক
৩ মাস ভিসার মেয়াদ বাড়াতে পারবেন বিদেশিরা

পর্যটন বা অন্য কোনো কারণে বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ ১৬ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে।

এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবেন। এছাড়া করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে যেসব বিদেশি নাগরিক আসবেন, তাদের দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি বিশ্বের অনেক দেশ থেকে বাংলাদেশে আসার উপর শর্ত আরোপ করেছে।

এছাড়া লন্ডন ব্যতীত ইউরোপের সকল দেশ থেকে বাংলাদেশে আসার সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে করোনা আক্রান্ত বিশ্বের অন্যান্য দেশের অন-এরাইভাল ভিসা।

উপরে