প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০ ১৭:৫০

জোগান পর্যাপ্ত, অতিরিক্ত পণ্য কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
জোগান পর্যাপ্ত, অতিরিক্ত পণ্য কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে আতঙ্কে অতিরিক্ত নিত্যপণ্য না কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানান মন্ত্রী।   

আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

বাজার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের সমস্যা হওয়ার কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

টিপু মুনশি বলেন, ‘বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো অবস্থান থেকেই কোনো সমস্যা হওয়া কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

মন্ত্রী জানান, চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। রোজা উপলক্ষে বাজারদরের চেয়ে কম দামে টিসিবি নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে বলেও জানান মন্ত্রী।

উপরে