প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৫:১০

দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ হাজার: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ হাজার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ হাজার জন।  আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫০ জন। আজ শনিবার দুপুরে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  আতঙ্কিত হওয়ার কিছু নেই।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টিন হচ্ছে।  চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে।  নতুন ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে

উপরে