প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৮:১২

ঢামেকসহ গুরুত্বপূর্ণ হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপন

অনলাইন ডেস্ক
ঢামেকসহ গুরুত্বপূর্ণ হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপন করা হবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের ল্যাব আছে। করোনা পরীক্ষার মেশিন আনার জন্য আমরা গত তিন মাস আগ থেক প্ল্যান করে রেখেছিলাম। এ মেশিনগুলো আমরা গত সপ্তাহে পেয়েছি।  ল্যাবে এ মেশিনগুলো বসাতে কিছুটা সময় লাগবে।  সেজন্য আরো ১০ থেকে ১২ দিন সময় লাগবে।

তিনি বলেন, আমরা কিন্তু বসে নেই। আমরা প্রায় এ পর্যন্ত ২৫০ টেস্ট করিয়েছি।

মন্ত্রী বলেন, আমরা ৫০ হাজার টেস্টের ব্যবস্থা নিয়েছি।  ৫০ হাজার  কিটসের অর্ডার দিয়েছি সেগুলো চলে আসছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয় আরো ৫০ হাজার কিটস দিচ্ছে। ফলে আমাদের কাছে কি আছে এখন ১ লাখের কিটস আছে।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে  ভালো আছে।  আমাদের তো চেষ্টা করতে হবে এই বাইরের যেন ছড়িয়ে না পড়ে ।

উপরে