প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১৬:৪৯

বাসা-বাড়ি পরিষ্কার রাখার আহ্বান আতিকুল ইসলামের

অনলাইন ডেস্ক
বাসা-বাড়ি পরিষ্কার রাখার আহ্বান আতিকুল ইসলামের

করোনাভাইরাস ও ডেঙ্গু মশা প্রতিহত করতে বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্ববান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের সামনে করোনাভাইরাস সংক্রমণ রোধে ডিএনসিসি’র জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘রাস্তাঘাট, বাসা-বাড়ি ও বাজারগুলো জীবানুমুক্ত করতে হচ্ছে। আমাদের জন্য এটি একটি বাড়তি চাপ। এখন মশাও বেড়ে গেছে। এটি বাস্তব। আপনারা সবাই বাসায় আছেন। এই মুহূর্তে অনুরোধ করব, আপনাদের বাসা-বাড়ি পরিষ্কার রাখবেন। বাসার ছাদ, বাসার সামনের ড্রেন সবাই মিলে পরিষ্কার করুন। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই। ’

মশক কর্মীদের সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মশার ওষুধ ছেটানোর কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু বাস্তবে অনেকে ওষুধ ছিটাচ্ছে না। ওষুধের সমস্যা নেই। বড় সমস্যা কার্যক্রম মনিটরিং করা।’

এ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম ও প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা।

উপরে