প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১৩:৪৪

শবেবরাত, নববর্ষ বাড়িতেই পালন করুন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
শবেবরাত, নববর্ষ বাড়িতেই পালন করুন: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন শবেবরাতে নামাজ ঘরে পড়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পহেলা বৈশাখ ঘরে বসে উদযাপন করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ রবিবার সকালে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের পরিস্থিতিতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে অনুষ্ঠিতব্য শবেবরাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  ‘শবে বরাত সামনে, সে সময় আমি বলবো ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করুন। আমাদের বরাত যেন আল্লাহ ভালো রাখেন এবং দেশের মানুষ যেন আর্থসামাজিকভাবে এগিয়ে যেতে পারে। আর এই মহামারির হাত থেকে বাংলাদেশের জনগণসহ সারা বিশ্ববাসী মুক্তি পায়।’

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সব জনসমাগম বাতিল করে ঘরে বসে ডিজিটালি এ উৎসব উদযাপন করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ই এপ্রিল আমাদের বাংলা নববর্ষ শুরু, এই নববর্ষ সবাই ঘরে বসে উদযাপন করেন নিজের মতো করে। সেখানে আপনারা অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা উদযাপন করতে পারেন। আমাদের নববর্ষের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিডিয়ার মাধ্যমেই হবে।’

উপরে