প্রকাশিত : ২ মে, ২০২০ ১৬:২৭

ঢাকা ছাড়লেন আরো ২২৪ ব্রিটিশ নাগরিক

অনলাইন ডেস্ক
ঢাকা ছাড়লেন আরো ২২৪ ব্রিটিশ নাগরিক

করোনাভাইরাসের সংক্রমণে যাত্রীবাহী বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেলেন ঢাকায় বসবাসরত ব্রিটিশ নাগরিকরা। এর মধ্যে শুক্রবার আরো ২২৪ জন নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, শুক্রবার বিকাল ৩টা ৫৬ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। 

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেইসবুক পেজ থেকে জানা যায়, যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আরো তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে ৩ মের ফ্লাইটটি যুক্তরাজ্যের নাগরিকদের সরাসরি ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাবে। বাকী চারটি ফ্লাইট সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা হয়ে লন্ডন নিয়ে যাবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এ পর্যন্ত ১২১৪ জন যুক্তরাজ্যের নাগরিক ছয়টি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছেন। গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ কওে দেয়। ২৩ এপ্রিল আরো ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। এরপর গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান। এরপর গত ২৬ এপ্রি বিশেষ ফ্লাইটে ১৬৮ জন, ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরে যান।

এদিকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ফেইসবুক পাতায় এক ভিডিও বার্তায় জানান, বাংলাদেশ থেকে নিজ নাগরিকদের ফেরত নিতে আরো পাঁচটি ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে প্রথম দফায় চারটি ফ্লাইটে সাড়ে আট শ যুক্তরাজ্যের নাগরিকের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছিল।

উপরে