প্রকাশিত : ৩ মে, ২০২০ ১৬:২৪

রোহিঙ্গাদের প্রথমবারের মতো পাঠানো হলো ভাসানচরে

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের প্রথমবারের মতো পাঠানো হলো ভাসানচরে

রোহিঙ্গাদের ছোট একটি দলকে প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হয়েছে। মূলত নতুন করে ২৮ জনের একটি রোহিঙ্গা দল বাংলাদেশে অনুপ্রবেশ করার সময়ে ধরা পড়লে, তাদের ভাসানচরে পাঠানো হয়।

শনিবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় তারা বঙ্গোপসাগরে কোস্টগার্ডের নিকট আটক হয়। পরে তাদের ভাসানচরে পাঠানো হয়।

জানা যায়, আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ রয়েছে। তাদের শনিবার রাতেই ভাসানচরে এনে ৪১ নং গুচ্চ গ্রামে রাখা হয়েছে।

তবে এসব রোহিঙ্গাদের স্থায়ীভাবে না অস্থায়ীভাবে ভাসানচরে জায়গা দেওয়া হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।

এ ব্যাপারে ভাসানচরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল রশিদ জানান, ২৮ রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে ভাসানচরে আনা হয়েছে। আপাতত তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

উপরে