প্রকাশিত : ১৩ মে, ২০২০ ২১:১৫

করোনা মোকাবিলায় বাংলাদেশকে পিপিই দিল জাপান

অনলাইন ডেস্ক
করোনা মোকাবিলায় বাংলাদেশকে পিপিই দিল জাপান

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে মঙ্গলবার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে জাপান। ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি হিরাতা হিতোশি স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত সরঞ্জামগুলো হস্তান্তর করেন।

জাপান দূতাবাস বলছে, এ সহায়তা কোভিড-১৯ প্রতিরোধের জন্য সক্ষমতা বৃদ্ধি বাস্তবায়নে প্রযুক্তিগত সহযোগিতার একটি অংশ। মাস্ক, গাউন এবং গগলসসহ প্রায় ২ হাজার সেট পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তরে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হবে।

পাশাপাশি, আরও ২ হাজার সেট পিপিই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং কুয়েত মৈত্রী হাসপাতালে দেয়া হবে। সূত্র : ইউএনবি

উপরে