প্রকাশিত : ২৪ মে, ২০২০ ১৬:১৫

ফায়ার সার্ভিসের ৭৯ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
ফায়ার সার্ভিসের ৭৯ জন করোনায় আক্রান্ত

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে এবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

রোববার দুপুরে স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস সদর দপ্তর, তেজগাঁও ফায়ার স্টেশন, হাজারীবাগ, মোহাম্মদপুর, সদরঘাট, পোস্তগোলা ও সাভার ফায়ার স্টেশনের ৭৫ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে চার জন; তাদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের হোম কোয়রেন্টিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোথাও আগুন লাগলে হঠাৎ করে ভিড় জমে যায়। আর আগুন নেভানোর সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। তাই ধারণা করা হচ্ছে, আগুন নেভাতে গিয়ে অনেকে আক্রান্ত হয়েছেন— পরে তাদের মাধ্যমে সংক্রমণ হয়েছে।

উল্লেখ্য, এছাড়া পুলিশ বাহিনীর ১৩ সদস্য এবং সেনাবাহিনীর ১০ সদস্য করোনাযুদ্ধে মারা গেছেন।

উপরে