প্রকাশিত : ৩ জুন, ২০২০ ১৫:১৫

ঢালিউডে স্বাস্থ্যবিধি মেনে ৫ জুন থেকে শুটিং

অনলাইন ডেস্ক
ঢালিউডে স্বাস্থ্যবিধি মেনে ৫ জুন থেকে শুটিং

সরকারি নির্দেশ মেনে ১৯ মার্চ থেকে ঢাকাই সিনেমার সব ধরনের শুটিং, ডাবিং বন্ধ ছিল। অবশেষে ৩১ মে থেকে সরকার সাধারণ ছুটি তুলে দেয়। সীমিত আকারে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।  

এবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির নেতৃবৃন্দের সম্মলিত সিদ্ধান্তে আগামী ৫ জুন থেকে চলচ্চিত্রের শুটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, শুটিং শুরুর আগে শিল্পীদের করোনা টেস্ট করিয়ে নিতে হবে। চলচ্চিত্র যেহেতু একটি অনেক বড় মাধ্যম, সেহেতু এখানে সামাজিক দূরত্বের ব্যাপারগুলো পুরোপুরি মানা কঠিন হবে।

তিনি আরও জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি শুটিং ইউনিটের লোক যতটুকু সংক্ষিপ্ত করে কাজ করা, একই সাথে প্রধান প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে তারপর শুটিং করা—এরকম একটি নির্দেশনা দিয়েছি আমরা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলছে হবে।

উপরে