প্রকাশিত : ৮ জুন, ২০২০ ১৬:৫১

করোনায় দেশে প্রাণ গেল মোট ৯৩০ জনের

অনলাইন ডেস্ক
করোনায় দেশে প্রাণ গেল মোট ৯৩০ জনের

গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। সব মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২ জনের। এই পর্যন্ত করোনার থাবায় প্রাণ গেল মোট ৯৩০ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

তিনি জানান, দেশে একদিনে ১৩ হাজার ৯৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১৪৪ জনের।

এদিন ওয়ার্ল্ডোমিটার জানায়, এই পর্যন্ত ৭১ লাখ ৩ হাজারের বেশি মানুষের আক্রান্ত হয়েছে বিশ্বের নানা প্রান্তে। মৃতের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে। এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ।

২০১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ আক্রান্তের তালিকায় রয়েছে ২০তম স্থানে। ১৯তম স্থানে থাকা কাতারের কাঁধে নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ।

উপরে