প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৫:১২

আমিরাত থেকে ফিরলেন আরও ১৫৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
আমিরাত থেকে ফিরলেন আরও ১৫৮ বাংলাদেশি

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া আরও ১৫৮ বাংলাদেশি আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে।

প্রায় তিন মাসের অধিক সময় আকাশপথে বিমান যোগাযোগ চালুর পর আমিরাত থেকে এটি বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার দ্বিতীয় ফ্লাইট। এর আগে গতকাল প্রথম ফ্লাইটে এক শিশুসহ ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম ঢাকাটাইমসকে বাংলাদেশিদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে। কামরুল ইসলাম বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া ১৫৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে ইউএন-বাংলা এয়ারলাইনস। সোমবার দিবাগত রাত ২ টা ২১ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশিদের নিয়ে আমিরাত থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।’

বিমানবন্দর সূত্রে জানা যায়, দ্বিতীয় ফ্লাইটে আমিরাত থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশির করোনামুক্ত সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করছে সরকার। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পর্যায়ক্রমে সব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

উপরে