প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৬:৩৪

রেড জোনে থাকবে সেনা টহল

অনলাইন ডেস্ক
রেড জোনে থাকবে সেনা টহল

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যেসব এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে ওইসব এলাকায় সরকারি নির্দেশাবলী যথাযথভাবে কার্যকর করতে সেনাবাহিনী টহলে নামছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনগুলোতে সরকারি নির্দেশাবলি যথাযথভাবে পালনের জন্য সেনাটহল জোরদার করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের মাত্রার ওপর নির্ভর করে সরকার ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করেছে। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

 ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে এই নির্দেশনাও জারি করা হয়েছে।

জোনভিত্তিক সিদ্ধান্তের আওতায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা আছে।

উপরে