প্রকাশিত : ১৬ জুন, ২০২০ ১৬:৪০

তিনদিনের রিমান্ডে ‘ক্যাসিনো’ খালেদ

অনলাইন ডেস্ক
তিনদিনের রিমান্ডে ‘ক্যাসিনো’ খালেদ
ফাইল ছবি

অর্থপাচার আইনে করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও বহিষ্কৃত ভূঁইয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার এক ভার্চুয়াল আদালত।

ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল আদালত) জিয়াউর রহমান মঙ্গলবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে খালেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের বেশ কয়েকটি মামলা হয়। এমনকি বিদেশে সম্পদ পাচারের অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে সিআইডি। মানি লন্ডারিংয়ের মামলা তদন্ত করতে গিয়ে প্রায় ৪০০ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচারের তথ্য পাওয়া যায়।

তদন্ত শেষে গত বছরের ২৩ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে ক্যাসিনো খালেদের দুই ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও হাসান মাহমুদ ভূঁইয়া এবং খালেদের সহযোগী হারুন অর রশিদ, শাহাদৎ হোসেন ও মোহাম্মদ উল্লাহ খানকে আসামি করা হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ জুয়া তথা ক্যাসিনো তার আয়ের প্রধান উৎস। অবৈধ উৎস থেকে আসা অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করেছেন খালেদ, তার ভাই মাসুদ ও হাসান। 

উপরে