প্রকাশিত : ২৭ জুন, ২০২০ ১৪:৩৫

মিটফোর্ডে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, র‍্যাবের অভিযান

অনলাইন ডেস্ক
মিটফোর্ডে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, র‍্যাবের অভিযান

রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‍্যাব। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

আজ শনিবার (দুপুর থেকে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর র‍্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের কাছে তথ্য ছিল মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডরাব ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাইকারি বিক্রি হয়।

এখান থেকেই দেশের ৬৪ জেলায় নকল এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো ছড়িয়ে পড়ে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। বেশ কিছু প্রমাণ পেয়েছি, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

উপরে