প্রকাশিত : ২ জুলাই, ২০২০ ১৫:১১

বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন ২৭৬ জন

অনলাইন ডেস্ক
বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন ২৭৬ জন

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ভ্রমণে এসে আটকা পড়া ২৭৬ প্রবাসী বাংলাদেশি আজ ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার তথ্য নিশ্চিত করেছেন। তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে ২৭৬ প্রবাসী বাংলাদেশি ঢাকা ছেড়েছে।

যাত্রীদের মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি হলেও কয়েকজন ইতালির নাগরিকও রয়েছেন বলেও জানান তাহেরা খন্দকার।

গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরুর পর আজকের ফ্লাইটসহ মোট পাঁচটি বিশেষ ফ্লাইটে বিমান প্রবাসী বাংলাদেশিদের রোমে নিয়ে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ইতালিতে করোনা পরিস্থিতি শুরুর আগে এবং সেখানকার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসেন। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাধ্যমে যার যার কর্মস্থলে ফিরে যেতে আবেদন করেন প্রবাসীরা। তারই প্রেক্ষিতে পযায়ক্রমে তালিকায় নাম থাকাদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে সেখানে যেতে সহযোগিতা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উপরে