প্রকাশিত : ১২ জুলাই, ২০২০ ২১:৩২

ঈদুল আজহার জামাতও হবে মসজিদে

অনলাইন ডেস্ক
ঈদুল আজহার জামাতও হবে মসজিদে

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে পবিত্র ঈদুল ফিতরের জামাতের মতো এবারের ঈদুল আজহার জামাতও ঈদগাহ বা খোলা জায়গায় না করে মসজিদে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

সরকারের দেয়া স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই মসজিদে ঈদের নামাজের জামাত আদায় করতে হবে। একই সঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না।

আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

উপরে