প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৫:৪০

শাহজালাল (র.) বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি টাকার সোনা

অনলাইন ডেস্ক
শাহজালাল (র.) বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি টাকার সোনা

রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারির একপর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে দুটি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম।

জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার এসএম সোলায়মান।

উপরে