প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৪

মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৬

অনলাইন ডেস্ক
মসজিদে এসি বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৬
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬ জনে। হাসপাতালে ভর্তি আরো ২১ জনের অবস্থাও গুরুতর।  

ঝলসে যাওয়া মানুষের আর্তনাদ আর তাদের অপেক্ষায় থাকা স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিক্যাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। ফিকে হয়ে আসছে আপনজনকে জীবিত ঘরে নেয়ার আশাও। আর মরদেহ পেতে স্বজনদের গুনতে হচ্ছে অপেক্ষার প্রহর। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন চিকিৎসাধীন রোগীদের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, 'সবার শ্বাসনালী পড়ে গেছে, শ্বাসনালী পুড়ে যাওয়া খুবই চিন্তার। দগ্ধদের শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।''

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদে ৬টি এসির বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।  তবে, দুর্ঘটনার প্রকৃত করণ হিসেবে গ্যাস লিকেজকেও সন্দেহ করা হচ্ছে। শুক্রবার এশার নামাজের পরপরই এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গতকালই ঢাকায় এনে হাসপাতলে ভর্তি করা হয়। 

উপরে