প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০৫

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস । বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’।

এই উপলক্ষে সোমবার বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সরকারিভাবে দিবসটি উদযাপনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যান্য বছর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলেও এবার করোনা মহামারির কারণে তা বাতিল করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গত একবছরে সাক্ষরতা হার বেড়েছে মাত্র দশমিক ৮ শতাংশ। চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ইউনেসকোর উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।

উপরে