প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪১

ইউএনওর ওপর হামলার পেছনে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ইউএনওর ওপর হামলার পেছনে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলাকারী এবং এর পেছনে জড়িত কারা, তা খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি বলেছেন, সমাজের সব ক্ষেত্রে অন্যায়কারী যাতে শাস্তি পায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

আজ বুধবার সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কীভাবে দিন শুরু করেন তা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সকালে ঘুম ভাঙার পর আগে জায়নামাজ খুঁজি। নামাজ পড়ি। তারপর কোরআন তিলাওয়াত করি। তারপর সকালের নিজের চা-টা নিজে বানিয়ে খাই। আমার ছোট বোন রেহানা আছে। যে আগে উঠে, সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে। সেও যদি ঘুম থেকে আগে ওঠে, তাহলে সেও চা বানায়। তার আগে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে। সকালে একটু হাঁটতে বের হই। হেঁটে যখন একটু লেকের পাড়ে বসি, তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি।’

দেশের মানুষের কল্যাণই থাকে তাঁর চিন্তা-চেতনায়। দেশের জন্য বঙ্গবন্ধু ও তাঁর উদ্যোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট ঘরে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তিনি যেহেতু রাষ্ট্রপতি ছিলেন, গোটা পরিবারকেই হত্যা করেছিল। সে খুনিদের ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করেছে যারা, এত বড় ক্রিমিনাল। এ ধরনের খুনি ক্রিমিনালদের যখন প্রশ্রয় দেওয়া হয়, মানসিকভাবে সে দেশের মানুষের কী রকম চরিত্র হতে পারে, এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সেখান থেকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, ডিসিপ্লিনে নিয়ে আসা এবং যাতে অন্যায়কারী তাদের যেন শাস্তি হয় এবং বিচার হয় সে ব্যবস্থা নেওয়া, এটাই তো সবচেয়ে বড় কাজ।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, ‘ইতোমধ্যে অপরাধী কারা আছে, তাদের শনাক্ত করা এবং তাদের ধরা হয়েছে। এবং এর পেছনে এদের সাথে কারা কারা আছে, কাদের মদদে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে। এবং এটা খুব ভালোভাবেই তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই, ঘাটতি হবে না। অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করব। সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করেন।’

সম্পূরক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, সমুদ্রসীমা, সমুদ্রসম্পদ বা সুনীল অর্থনীতি নিয়ে আগে কোনো সরকারই উদ্যোগ নেয়নি, তার সরকার এ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে।

উপরে