প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩০

বিএসএফ প্রতিনিধিদল না আসায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন স্থগিত

অনলাইন ডেস্ক
বিএসএফ প্রতিনিধিদল না আসায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন স্থগিত

বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে আসতে না পারায় রোববার থেকে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আপাতত স্থগিত হয়েছে।

আজ রোববার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

এতে বলা হয়, আসছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদলের তাদের নিজস্ব বিমানে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের বিমানের কারিগরি সমস্যার কারণে তাদের প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না।

এতে পূর্বনির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী আজ থেকে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরিবর্তিত সময়সূচি অদ্যাবধি নিশ্চিত করা যায়নি বলেও এতে উল্লেখ করা হয়।

উপরে