প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৪

টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি‘র সঙ্গে চুয়েন কম থাই-জার্মান কলেজ টেকনোলজির চুক্তি স্বাক্ষর

টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি‘র সঙ্গে চুয়েন কম থাই-জার্মান কলেজ টেকনোলজির চুক্তি স্বাক্ষর

টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি (টিআইএসআই) এবং থাইল্যান্ডের চুয়েন কম থাই-জার্মান কলেজ টেকনোলজির মধ্যে গতকাল বুধবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্সে রুমে ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন টিআইএসআই এর পক্ষে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও চুয়েন কম থাই-জার্মান কলেজ টেকনোলজির পক্ষে ড. মানুন চুয়েন কম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল মান্নান,টিএমএসএস এর উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন,নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমানসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ চুক্তির উদ্দেশ্য  দুই প্রতিষ্ঠানের মধ্যে দক্ষ জনবল, লেকচারার, ইন্সট্রাকটর ও শিক্ষার্থী আদান প্রদান করা হবে। এ ছাড়াও  যৌথ ভাবে রিসার্চ বাস্তবায়নসহ বিভিন্ন নলেজ শেয়ারিং করা হবে। চুয়েন কম থাই জার্মান কলেজ এবং টিএমএসএস আইএসআই যৌথ ভাবে নতুন শিক্ষা প্রকল্পের  পরিকল্পনা বাস্তবায়ন করবে। ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক (আইসিটি) নিগার সুলতানা, টিএমএসএস কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সংস্থার নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ খায়রুল ইসলাম।

 

উপরে