প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩৬

'চাল ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং হচ্ছে'

অনলাইন ডেস্ক
'চাল ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং হচ্ছে'

চাল ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, বোরো মৌসুমের সংগ্রহ উদ্দেশ্য সফল হয়েছে। তবে চুক্তি করেও যেসব মিলার চাল সরবরাহ করেননি তাদের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছয়টি দল সব সময় বাজার মনিটরিং করছে। তারা চাল এবং পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনোভাবেই চালের দরে সিন্ডিকেট সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

সভায় নওগাঁ জেলা প্রশাসক হারুন আর রশীদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপরে