প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২০ ১৪:৫৮

নোয়াখালী ও সিলেটের ঘটনা বর্বরতার চূড়ান্ত উদাহরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
নোয়াখালী ও সিলেটের ঘটনা বর্বরতার চূড়ান্ত উদাহরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে, তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ। আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো আমরা। আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। কিন্তু নিপীড়কেরা মানুষ না, এরা অমানুষ। এজন্যই এমন ঘটনা ঘটছে।

সারা দেশে বেপরোয়া ধর্ষণ ও নারীদের প্রতি যৌন সহিংসতার ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এমসি কলেজের ঘটনার সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর ঘটনায়ও কয়েকজন ধরা পড়েছে, বাকিরাও ধরা পড়বে। দেশে আইনের শাসন আছে বলেই তাদের ধরে বিচারের মুখামুখি করা সম্ভব হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করেন, তারা অবশ্যই আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা পাবে। পুলিশের পক্ষ থেকে যথাযথ ও সঠিক তদন্ত প্রতিবেদন দেয়া হবে। 

উপরে