প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২ ১৫:৫৬

নাসিক নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন বিজিবির

অনলাইন ডেস্ক
নাসিক নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন বিজিবির
সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনের দায়িত্বের পাশাপাশি একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য বিজিবি সদস্যরা কাজ করেন। 
 
তারা ভোটারদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অসুস্থ এবং বয়োবৃদ্ধ ভোটারদের ভোটকেন্দ্রে আসায় প্রত্যক্ষভাবে সহায়তা করেন। 
 
নাসিকের সিদ্ধিরগঞ্জ এলাকায় সাত নম্বর ওয়ার্ডে পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এম হাবিব ইবনে জাহান তার দলের সদস্যদের কোলে করে নিয়ে ভোটকেন্দ্রে দোতলায় যেতে সাহায্য করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের আচরণ সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক আস্থা তৈরি করে এবং মানুষের ভোট বিমুখতা রোধে অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করে। 
উপরে