প্রকাশিত : ২৭ জুন, ২০২২ ১৪:২৮

পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহবান

অনলাইন ডেস্ক
পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহবান

পদ্মা সেতু পারাপারে যাত্রী-সাধারণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি বলেছেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সকল নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃংখলা বজায় রাখারও আহবান জানান।

শনিবার (২৫ জুন) বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মুহূর্তেই অবসান হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের দীর্ঘ ভোগান্তি আর যানজটের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন দেশের বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম দীর্ঘ এই সেতুটি।

রোববার (২৬ জুন) সকাল ৬টায় খুলে দেয়া হয় যানবাহন চলাচলের জন্য। এরপর থেকে গাড়ি দীর্ঘ লাইন সৃষ্টি হয় সেতু পারাপারে। সেতুর দুই প্রান্তে যানজট সৃষ্টি হয়। এর মধ্যে সেতু পারাপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। অনেকেই সেতুতে নেমে ছবি তোলেন, টিকটক ভিডিও করেন। 

উপরে