প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২২ ১৯:৪৯

গাইবান্ধা-৫ আসনে ভোট: সব কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে

অনলাইন ডেস্ক
গাইবান্ধা-৫ আসনে ভোট: সব কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে

অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচনের নতুন তারিখ আগামী ৪ জানুয়ারি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) কমিশন বৈঠকে ভোটের এই নতুন তারিখ ঘোষণা করা হয়। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হবে। আগের মতো এবারো ভোটে সিসি টিভি ক্যামেরা থাকবে।

মঙ্গলবার কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ সব তথ্য জানান।

গত ১২ অক্টোবর গাইবান্ধা- ৫ আসনে উপনির্বাচনে সবগুলো কেন্দ্র সিসি টিভি ক্যামেরা দিয়ে ঢাকার নির্বাচন ভবনে বসে মনিটরিং করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই এ ভোট বন্ধ ঘোষণা করেন।

ভোট বন্ধের ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন। এরপর এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তদন্ত কমিটি করে আউয়াল কমিশন।

উপরে