প্রকাশিত : ২ মে, ২০২০ ১৫:৫২

আত্রাইয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন এ্যাড.অমর ফারুক সুমন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আত্রাইয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন এ্যাড.অমর ফারুক সুমন

নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

তিনি তার নিজ গ্রাম আত্রাই উপজেলার রসুলপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র খেটে খাওয়া ও কর্মহীন মানুষের পাশে থেকে নিরলস ভাবে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। সন্ধ্যায় বিতরণ করছেন ইফতার সামগ্রী।

তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আহসানগঞ্জ স্টেশন চত্তরে নিজ উদ্যোগে ২৩০ জন কুলি, হোটেল ও চাস্টল শ্রমিক, হকার, তৃতীয় লিঙ্গ, দুস্ত মহিলা ও শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু ও নগদ অর্থ বিতরণ করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে ওমর ফারুক সুমন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। যেহেতু করোনা সংকট শিথিল না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। তাই সরকারকে এ দুর্যোগ মোকাবেলায় সমাজে বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি।

উপরে