প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৬:০০

পঞ্চগড়ে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে শাক সবজি দিচ্ছে ছাত্রলীগ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে শাক সবজি দিচ্ছে ছাত্রলীগ

করোনায় কর্মহীন অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে শাক সবজি দিচ্ছে পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগ। সরাসরি কৃষকদের কাছে কিনে প্রতিদিন দুটি পিকআপ ভ্যানে করে জেলা শহর সদর উপজেলার বিভিন্ন এলাকায় তারা শাক সবজি বিতরণ করে যাচ্ছেন।

এই সেবা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ। করোনার দুঃসময়ের মধ্যে আলু, লাউ্, পটল, ঢেড়শ, চিচিঙ্গা, টমেটো, কচু শাক, করল্লা, পুঁই শাক, শসাসহ বিভিন্ন শাক সবজি পাচ্ছেন কয়েকশ দরিদ্র মানুষ।

আয়োজকরা জানান, করোনার মধ্যে নিম্ন আয়ের অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই নিজেরাই এই উদ্যোগ নেন। এতে অসহায় মানুষেরা যেমন বিনামূল্যে শাক সবজি পাচ্ছেন তেমনি কৃষকরাও পাচ্ছেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য।

ছাত্রলীগের এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপরে