প্রকাশিত : ১৮ মে, ২০২০ ১৫:২০

নন্দীগ্রামে ঈদের কেনাকাটা করতে আসায় ৯ ক্রেতাকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে ঈদের কেনাকাটা করতে আসায় ৯ ক্রেতাকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় ৯ ক্রেতাকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার বেলা ১১ টায় পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার।

জানা গেছে, আসন্ন ঈদ ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে নন্দীগ্রামে সীমিত আকারে দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু এ সুযোগে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিভিন্ন দোকানে ভিড় করে অনেকেই কেনাকাটা করছেন। তবে নারী-পুরুষ ক্রেতাদের ল্য করা গেছে মুখে মাস্ক না পরেই মার্কেটে আসতে। এ কারণে পৌর শহরের শহীদ আকরাম সড়কের বিভিন্ন মার্কেটে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করতে আসায় ৯ জন ক্রেতাকে ২২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

উপরে