প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৬:৫৯

আত্রাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষকরা পেল ঈদ উপহার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আত্রাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষকরা পেল ঈদ উপহার

নওগাঁর আত্রাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালেন উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু প্রমুখ।

জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পরিষদের উদ্যোগে চাল, সেমাই, দুধ,সাবান, তেল ঈদ সামগ্রী একশত দশ জন কওমি মাদ্রাসা শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ঈদের আনন্দ সবারমাঝে ভাগাভাগি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বৈশিক করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ পালনে মানুষের জীবন যাপন অনেকাংশে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

উপরে