প্রকাশিত : ২৫ জুন, ২০২০ ১৫:২১

কাহালুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ

করোনা ভাইরাস মোকাবেলায় বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বায়ার ক্রপসায়েম এর “বেটার ফার্মস-বেটার লাইভ্স” এর সার্বিক সহযোগীতায় উপজেলার ৪’শ ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে উচ্চ ফলনশীল হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়।

ধান বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান। উক্ত হাইব্রীড ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু)। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মাসুদ রানা, বায়ার ক্রপসায়েম এর সিনিয়র টেরিটরি অফিসার কৃষিবিদ গৌতম চন্দ্র দাস, কাহালুর ফিল্ড অফিসার মো. শরিফুল ইসলাম সহ অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ। 

কাহালু উপজেলার ৪’শ ৬০জন প্রান্তিক প্রতিটি কৃষককে বিনামুল্যে ৩ কেজি করে উচ্চ ফলন শীল হাইব্রীড ধানের বীজ দেওয়া হয়। 

 

উপরে