প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪০

সাপাহারে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা

নওগাাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইট্স প্রজেক্ট স্থানীয় কর্তৃপক্ষ ও উপজেলা নাগরিক জোটের সাথে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালার আয়োজন করেছেন।

নেটজ্ বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরী সহযোগিতায় ও ডাসকো ফাউন্ডেশন এর বাস্তবায়নে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ.মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, প্রকল্প সমন্বয়কারী মাহবুবর রহমান, প্রকল্পের ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্পের ফিল্ড অফিসার ভানু রায় প্রমূখ।

 

উপরে