প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২০ ১৭:১১

সবুজ কিশোরগঞ্জ গড়তে বিশ্ববিদ্যালয় ছাত্রদের বৃক্ষরোপন কর্মসূচি

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
সবুজ কিশোরগঞ্জ গড়তে বিশ্ববিদ্যালয় ছাত্রদের বৃক্ষরোপন কর্মসূচি

সবুজ কিশোরগঞ্জ গড়তে গতকাল রবিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধক ফুল, ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পাবলিক ইউনির্ভাসিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ।

বিকালে কিশোরগঞ্জ থানা চত্ত্বরে কৃষ্ণচূড়া, দেবদারু, আমড়া গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন চত্বরে কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফুল, ফলজ ও বনজ গাছ রোপন করেন এ সংগঠনটি। এছাড়া শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ এবং কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আ.স.ম ফিরোজুল হাসান ফিরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হোসাইন মোঃ সায়েম, পাবলিক ইউনির্ভাসিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের আহ্বায়ক তৌফিক আহম্মেদ, প্রেসকাব আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

উপরে