প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২১ ১৪:৪৮

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে হাকিমপুর ফাউন্ডেশন

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ
শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে হাকিমপুর ফাউন্ডেশন
ঘন কুয়াশা আর কনকনে শীতে জুবুথুবু হয়ে কাঁপছে অনেক হতদরিদ্র অসহায় মানুষ। আর এইসব শীতে কাঁপা শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে দিনাজপুরের হিলির হাকিমপুর ফাউন্ডেশন সকল তরুণ-তরুণীরা। 
 
রবিবার দুপুর ১২ টায় হিলির ড্রীমল্যান্ড স্কুলে শীতার্তদের মধ্যে এই সব শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান প্রমুখ। 
 
হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার বলেন, গত কয়েক বছরের চেয়ে এবছর শীতের প্রভাবটা অনেকটাই বেশি। আর ঘন কুয়াশায় খেটে খাওয়া দিনমজুরের শীত নিয়ে বিপাকে পড়ছে। দিনে  যা রোজগার করে তা দিয়ে সংসার চলাতেই তারা হিমশিম খাচ্ছে। আর শীতের কাপড় জোগাড় করবে কি করে। তাই আমরা হাকিমপুর ফাউন্ডেশন সকল সদস্যরা  শীতবস্ত্র জোগাড় করে, তাদের মাঝে বিতরণ করছি।
 
আজ আমরা ২০০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলাম। আগামীতেও আমাদের এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
উপরে