প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২১ ১৫:৩০

সাপাহারে গ্রামীণ নারীদের উদ্দ্যোগে আউটলেট উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে গ্রামীণ নারীদের উদ্দ্যোগে আউটলেট উদ্বোধন

নওগাঁর সাপাহারে গ্রামীণ নারীদের উদ্দ্যেগে নিউ মার্কেটে বাড়ির জিনিস নামক একটি আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বিডিও, বিএসডিও এবং একশন এইড বাংলাদেশের এর সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এই আউটলেট এর উদ্বোধন শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূরল হক মাষ্টার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন,বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান,সমাজসেবক অধির চৌধুরী,মনোয়ার হোসেন প্রমূখ।

উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তবে অতিথিরা বলেন বাড়ির জিনিস মানসম্মত ও নির্ভেজাল পণ্যসরবরাহের মাধমে ভোক্তাদের চাহিদা পূরণের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করকে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।

এবিষয়ে নারী উদ্যোক্তারা জানান,তাদের আউটলেটে গ্রাম পর্যায় থেকে সংগ্রহ করা দুধ,ঘি,দেশি হাঁস-মুরগীর ডিম প্রান্তিক নারীদের তৈরী আচার, পিঠা, আটা, মুডি, ছাতু, হাতের তৈরী নকশি কাঁথা, পাখা, বালিশের কভার, বেডসিড ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যাবে।

 

উপরে