প্রকাশিত : ১১ মার্চ, ২০২১ ১৫:৫৭

সাপাহারে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইট্স প্রজেক্ট স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে ‘মানবাধিকার ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে নারী অধিকার ও মানবাধিকার বিষয়ক ইস্যু এবং জোটের দক্ষতাবৃদ্ধি সেইসাথে সমস্যা সমাধানে মানবাধিকার কর্মীদের মতামতের ভিত্তিতে যৌথ পরিকল্পনা গ্রহন করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, এন জিও ফোরামের সভাপতি পবিত্র মালী, ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ভানু রানী সহ মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

উপরে