প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৭

পাঁচ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু

অনলাইন ডেস্ক
পাঁচ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪, যশোর-৬, বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে। তৃতীয় দিন দুপুর পর্যন্ত ১৩ জন ফরম সংগ্রহ করেছেন। 

এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফরম বিতরণ। 

ইতোমধ্যে একজন মেয়র প্রার্থী এবং ৩৫ জন কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। 

মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

শূন্য হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপ-নির্বাচন মার্চ মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বগুড়া-১ ও যশোর-৬ আসন এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি

উপরে