প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৩:৩৫

নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

অনলাইন ডেস্ক
নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

নির্বাচনী ট্রাইব্যুনালে আজ সোমবার বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা করা হয়। মামলায় ঢাকা সিটি করপোরেশনের বর্তমান মেয়র, নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে এসব অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি করা হয়েছে মামলায়। আরও বলা হয়, গত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচন সঠিকভাবে হয়নি। 

উপরে