প্রকাশিত : ১১ জুন, ২০২০ ১৫:৩৬

জয়পুরহাটে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিলো সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
জয়পুরহাটে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিলো সেনাবাহিনী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবর্তী মায়েদের বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইনের অংশ হিসেবে জয়পুরহাটে এই প্রথম এ কার্যক্রম শুরু হয়েছে ।

আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের কালাই ময়েনউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে দেড়শ গর্ভবতী মাকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।

এসময় বগুড়া ১১ পদাতিক ডিভিশনের লে. কর্নেল মনোয়ার হোসেন ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে সেনাবাহিনীর ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী গর্ভবতী মা’দের এসব চিকিৎসা সেবা দিচ্ছেন।

সেনাকর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে এই কার্যক্রম দেশের প্রতিটি জেলায় শুরু হবে।

উপরে