প্রকাশিত : ১৩ জুন, ২০২০ ১৫:৪১

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে বগুড়া জেলা আ.লীগের শোক

প্রেস বিজ্ঞপ্তি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে বগুড়া জেলা আ.লীগের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকার স্পেশালাইজড হাসপাতালে আজ শনিবার বেলা ১১টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন সত্যিকারের রাজনীতিবিদ। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষের বিশ্বাসের জায়গা। যিনি অনেক দুঃসময়ে দেশ, জাতি এবং সংগঠনের প্রয়োজনে অনুস্মরণীয় ভূমিকা রেখেছেন। পিতা ক্যাপ্টেন মনসুর আলীর ন্যায় তিনিও নিজের জীবনকে সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি তিনি ছিলেন অবিচল। ৭৫-পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে এবং ওয়ান ইলেভেনে তিনি নির্যাতনের শিকার হন। তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহচর। তাদের পরিবারের আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। সারা দেশের ন্যায় বগুড়া জেলা আওয়ামী লীগ তার মৃত্যুতে একজন অভিভাবক হারালো। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উপরে