প্রকাশিত : ১৩ জুন, ২০২০ ১৬:৪৪

গণতান্ত্রিক আন্দোলনে নাসিমের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: ঐক্যফ্রন্ট

অনলাইন ডেস্ক
গণতান্ত্রিক আন্দোলনে নাসিমের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: ঐক্যফ্রন্ট

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির মিত্র জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ শনিবার বেলা তিনটার দিকে ঐক্যফ্রন্টের দপ্তর থেকে পাঠানো শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনা ধরা পড়ে বর্ষীয়ান রাজনীতিক নাসিমের। পরে তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরবর্তিতে করোনা নেগেটিভ আসলেও তিনি আর সুস্থ হয়ে ওঠেননি। এক পর‌্যায়ে কোমায় চলে যান। সেই অবস্থায়ই শনিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান নাসিম।

দেশের এই শীর্ষ রাজনীতিকের মৃত্যুতে শোকাহত তার দল আওয়ামী লীগসহ অন্যান্য দলের রাজনীতিবিদরা।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের ড. রেজা কিবরিয়া ও বিকল্প ধারার অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী।

নেতৃবৃন্দ মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উপরে