প্রকাশিত : ১৪ জুন, ২০২০ ১৪:৫৪

মোহাম্মদ নাসিমের জানাজায় ডা. জাফরুল্লাহ চৌধুরী

অনলাইন ডেস্ক
মোহাম্মদ নাসিমের জানাজায় ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জানাজায় অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আজ সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই নাসিমকে দাফন করা হয়।

শ্রদ্ধা জানানোর সময় জাফরুল্লাহ চৌধুরীর সাথে অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও জাহাঙ্গীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিমের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য হাসপাতালে চলে যান বলে জানান মিন্টু। তিনি বলেন, হাসপাতালে আরো ৪ থেকে ৫ দিন থাকবেন জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা পজিটিভ নিউমোনিয়া রোগী হিসেবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি করোনা নেগেটিভ রোগী হিসেবে নিউমোনিয়ার চিকিৎসায় আছেন। 

উপরে