প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:১৭

ঢাকা-৫ আসনে লাঙলের প্রার্থী আসুদ, নওগাঁ-৬ আসনে গোলাম কবির

অনলাইন ডেস্ক
ঢাকা-৫ আসনে লাঙলের প্রার্থী আসুদ, নওগাঁ-৬ আসনে গোলাম কবির

আসন্ন উপ-নির্বাচনে দুই আসনে প্রার্থী চুড়ান্ত করেছে দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটি ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে কাজী গোলাম কবিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারগ্রহণ শেষে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ বোর্ডের সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা-৫ আসনে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তাই লাঙল প্রতীক নিয়ে ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসুদ। তিনি বিগত দশম ও একাদশ সংসদ নির্বাচনে লাঙল প্রতীকে ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করেছিলেন। 

জাতীয় সংসদের শূন্য ঘোষিত নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)।

উপরে