প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ২৩:১২

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের সংলাপে আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে চিঠি দিয়েছে রাষ্ট্রপতি।

বুধবার দুপুরে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে আগামী ১২ই জানুয়ারি বিকাল চারটায় বঙ্গভবনে সংলাপে অংশ নেয়ার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রপতির চলমান এ সংলাপকে অর্থহীন দাবি করে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২০শে ডিসেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে নতুন ইসি গঠনের বিষয়ে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংলাপের প্রথম দিন অংশ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

উপরে