প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৪:৩৬

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টারে নাদাল ও ফেদেরার

অনলাইন ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টারে নাদাল ও ফেদেরার

 

গ্র্যান্ড-স্ল্যামের মর্যাদাকর আসরে আরও একটি ফেদেরার বনাম নাদাল লড়াইয়ের পূর্বাভাস পাচ্ছেন টেনিস প্রেমীরা। এরই মধ্যে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন দু’জন। সব ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হবে এ দুই মহাতারকার। 

প্যারিসের রোঁলা গ্যাঁরোতে চতুর্থ রাউন্ডের লড়াইতে আর্জেন্টিনার হুয়ান ইগনাসিয় লন্দেরোকে সরাসরি সেটে হারান স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদাল। দুই ঘণ্টা ১৩ মিনিটেই লড়াইয়ে দ্বিতীয় বাছাই নাদালের জয় ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে। 

১২তম শিরোপার আশায় থাকা নাদালের সামনে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেননি আর্জেন্টাইন অবাছাই লন্দেরো।

আর সেন্টার কোর্টে আরেক আর্জেন্টাইন লিওনার্দো মায়ারকে সরাসরি সেটে হারান সুইস মহাতারকা রজার ফেদেরার। তৃতীয় বাছাই ফেদেরার অবাছাই মায়ারের বিপক্ষে জেতেন ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে।

সবশেষ ২০০৯ সালে রোঁলা গ্যাঁরোতে চ্যাম্পিয়নের মুকুট পরা ফেদেরার এবারের টুর্নামেন্ট এখনও কোনো সেট হারেননি। 

এ জয়ে গ্র্যান্ড-স্ল্যামের উন্মুক্ত যুগে ৫৪ বার শেষ আটে ওঠার রেকর্ডে আমেরিকান কিংবদন্তী ক্রিস এভার্টের পাশে বসেছেন রজার ফেদেরার।

তবে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে আরেক সুইস তারকা স্ট্যানিসলাস ভাবরিংকাকে। ষষ্ঠ বাছাই গ্রিসের স্টিফানোস সিতসিপাসকে ৩-২ সেটে হারাতে পাঁচ ঘণ্টা নয় মিনিট সময় লেগেছে ভাবরিংকার। 

নিজের চেয়ে ১৪ বছরের ছোট সিতসিপাসের বিপক্ষে ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ ৩-৬ ও ৮-৬ গেমের এক মহাকাব্যিক লড়াইতে অবতীর্ণ হন তিনটি গ্র্যান্ড-স্ল্যামের মালিক ভাবরিংকা।

কোয়ার্টার ফাইনালে স্বদেশী স্ট্যান ভাবরিংকারই মুখোমুখি হবেন রজার ফেদেরার।

উপরে