প্রকাশিত : ৪ জুলাই, ২০১৯ ১৮:১৬

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের পরাজয়ে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে পাকিস্তানের। বেঁচে থাকা ক্ষীণ সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের বিপক্ষে অলৌকিক কিছু করে দেখাতে হবে সরফরাজ বাহিনীকে। প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান করতে হবে তাদের। এ হলেই এক কথা ছিল। উপরন্তু, টাইগারদের হারাতে হবে অকল্পনীয় ব্যবধানে, কমপক্ষে ৩১১ রানে।

এমন জটিল সমীকরণেও আশাহত নয় পাকিস্তান। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার লর্ডসে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা। ভারতের বিপক্ষে হারে শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে মাশরাফি-সাকিবদের। তবে পাকিস্তানের টিকে রয়েছে মিরাকেলের (অলৌকিক ঘটনা) ওপর। অবশ্য টসে জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নামলে পাকিস্তানের আশার সমাধি সেখানেই রচিত হবে।তবুও সেমির আশা ছাড়ছে না পাকিস্তান। সেই লক্ষ্য নিয়েই খেলতে নামছে তারা। এক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাচ্ছে পাক ব্রিগেড। আফগানিস্তানের বিপক্ষে খেলানো একাদশ নিয়েই মাঠে নামতে চায় তারা।

বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক),ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।

উপরে